মনের গহীনে লুকানো ইচ্ছা-তুমি কি আমার তেমন একজন?
উহুঁ,আসল মানুষটাকে খোঁজে না কেউ হয়ে গেলে ইচ্ছে পূরণ।
শুধু অভ্যাসে তোমার কাছে ছুটে যাই?
নাহ,অভ্যাস তো আবার ভালো-মন্দ হতে পারে দুইটাই।
প্রয়োজন,দরকার-তুমি কি আমার মৌলিক চাহিদা?
ধ্যাৎ,প্রয়োজন ফুরালে তাহলে তো বলা যেত অনায়াসে আলবিদা।
আমার দুনিয়া তোমার চারপাশে ঘুরছে?
শুনো শুনো দুনিয়া এক তুফানের মতো,খতম হবেই থাকবে না অক্ষত।
তুমি আমার ইচ্ছা না,অভ্যাস তো না ই,প্রয়োজন,দরকার,পুরা দুনিয়া এসব কোনটাই না।
তুমি আমার না পাওয়া প্রেম,যার সন্ধানে মানুষ আমি এক আয়ু কত না পথ চললেম!
(ভাবানুবাদ)